২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


শাওমির বিদ্যুতচালিত গাড়ি

-

নিজেদের তৈরি বিদ্যুতচালিত গাড়ির প্রদর্শন করেছে শাওমি। এর মাধ্যমে বিশ্বের শীর্ষ পাঁচ অটোমেকার কোম্পানি হওয়ার লক্ষ্যের কথাও জানিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি। শাওমির উন্মোচিত সেডান গাড়িটির নাম ‘এসইউ-৭’। আর এতে ব্যবহার করা যাবে কোম্পানির জনপ্রিয় ফোনগুলোয় থাকা অপারেটিং সিস্টেমও।
নিজের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন শাওমি প্রধান লেই জুন। এর মধ্যে রয়েছে ‘পোরশে ও টেসলার সাথে তুলনা করার মতো স্বপ্নের গাড়ি’ তৈরির বিষয়টিও। গাড়ি উন্মোচনের অনুষ্ঠানে লেই জুন জানান, ‘আগামী ১৫ থেকে ২০ বছর কঠোর পরিশ্রম করলে আমরা বিশ্বের শীর্ষ পাঁচ অটোমেকার হয়ে উঠতে পারি। এতে চীনের সামগ্রিক অটোমোবাইল শিল্পও একধাপ এগিয়ে যাবে।’
অন্যান্য প্রযুক্তি কোম্পানির মতোই নিজেদের মূল ব্যবসার পরিধি বাড়িয়ে ইভি খাতে প্রবেশের চেষ্টা করছে শাওমি। আর কোম্পানিটির এ পরিকল্পনার সূত্রপাত ঘটেছিল ২০২১ সালে। আগামী এক দশকে চীনের ইভি বাজারে এক হাজার কোটি ডলার বিনিয়োগের লক্ষ্য নিয়েছে শাওমি।

 

 


আরো সংবাদ



premium cement